আমিন হাসান ॥ কুষ্টিয়ার থানাপাড়ায় কাজলী নামের মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল আনুমানিক চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরে থানাপাড়া পলানবক্স লেন এলাকায় একটি ভাড়াকৃত বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ বেলালের নির্দেশনায় উক্ত সংবাদ যাচায়ে সহকারী উপ-পরিদর্শক মোঃ হোসেন আলী, সর্ব সিপাই মোঃ রাশিদুল ইসলাম, আব্বাস আলী ও মোঃ নূরনবী এদের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে মাদক অভিযান পরিচালনা করা হলে কাজলী (৫১) নামের মহিলাকে তিন বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাজলি একই এলাকার মৃত লাড্ডুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, কাজলী এই এলাকায় নতুন মাদক ব্যবসা শুরু করেছে। আমরা অনেকের মুখ থেকে শুনেছি তবে বিশ্বাস করতাম না, এর সাথে তার নিজের মেয়ে মুনমুন জড়িত আছে। আমাদের এই এলাকা মাদক থেকে অনেক দিন মুক্ত ছিল। আমাদের একটাই দাবি আর কেউ যেন এখানে মাদক ব্যবসা করতে না পারে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সরনীর ক্রমিক নং-১৪ (ক) ধারা একটি মামলা রুজু করা হয়েছে।
