নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাব’র অভিযানে ০২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আরমান আলী (৪৪) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া মিরপুর উপজেলার বাশবাড়িয়া মন্ডলবাড়ি গ্রামের মৃত মনসুর আলী’র ছেলে। র্যাব-১২, সিপিসি-১ সূত্রে যানা যায়, গতকাল সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন কালিদাশপুর গ্রাম হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ১৮৬০ ধারায় ০২ বছর সশ্রম কারাদন্ড ও দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আরমান আলী (৪৪) আত্মগোপনে অবস্থান করাকালে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, সিপিসি-১ সূত্র বলেন, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
