কুষ্টিয়ায় পিকাপের ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালের দিকে ত্রিমোহনী বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার আঃ কাদেরের ছেলে। তবে এ ঘটনায় পিকাপ গাড়ীটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, নিহত রবিউল ইসলামের নিজ নামের একটি ট্রাকের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা করে। মামলা সংক্রান্তে গতকাল সোমবার সকালে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় আসেন রবিউল। এরপর বিকেলে মামলা সংক্রান্ত কাজ শেষে করে বাড়ী ফেরার পথে একটি পিকাপ গাড়ী কুষ্টিয়ার পৌরসভার ত্রিমোহনী নামক স্থানে মোটর সাইকেল চালক রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
