কুষ্টিয়ায় রেলওয়ে স্টেশন উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিকবন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রেলওয়ে স্টেশন উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিকবন্ধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ২২ লাখ মানুষের জনদুর্ভোগ নিরসনে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ডিসেম্বর) বেলা ১১ টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া জেলা ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের সংস্কার চাই-এর ব্যানারে এই নাগরিকবন্ধন করা হয়। পরে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়।

নাগরিকবন্ধনে বক্তব্য রাখেন, আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক ও কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়ান, কুষ্টিয়া জেলা আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক লিমন আহমেদ, যুগ্ম সদস্য সচিব, তরিকুল ইসলাম তুহিন, সদস্য সচিব এস এম নাজমুস সাকিব সৈকত, সংগঠক আলী মুজাহিদ, নাগরিক আন্দোলনের সংগঠক ডাঃ রুহুল আমিন, কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের সংস্কার চাই-এর আহবাযক আশরাফুল ইসলাম প্রমুখ।

নাগরিকবন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের রেলওয়ে ইতিহাসের প্রথম সেকশনের একটি জীবন্ত ঐতিহ্য। অবিভক্ত ভারতবর্ষে পূর্ব বাংলার অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণে এর ভূমিকা অনস্বীকার্য। স্বদেশী আন্দোলনের প্রেরণায় প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর বস্তুকল “মোহিনী মিলস”-এর উৎপাদিত পণ্য এই ঐতিহাসিক স্টেশনের মাধ্যমেই দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়তো, যা এক সময় কুষ্টিয়া অঞ্চলের অর্থনৈতিক গৌরব ও মর্যাদার প্রতীক ছিল।