কুষ্টিয়ায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৯, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা শাখার আয়োজনে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে কুষ্টিয়া সদর আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা। আব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ আলী হায়দার স্বপন এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবার্হী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন, ওয়ার্ড মেম্বার রহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি ক্যান্সার। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।