কুষ্টিয়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৪

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী থানার চর বানিয়াপাড়া আব্দুস সাত্তার মন্ডলের ছেলে আব্দুস সালাম (২৮) এবং কুষ্টিয়া সদর থানার কুঠিপাড়া এলাকার কাদের আলীর ছেলে নাঈম আলী (২৮)।

কুষ্টিয়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে গতকাল সোমবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় আব্দুস সালাম কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং  ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং নাঈম আলী কে একই অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কাজী শারমিন নেওয়াজ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।