কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার সময় কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায় হাজী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাব হোসেন আলকা। সাধারন সম্পাদক মোঃ লাখনুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মোঃ আক্তারুজ্জামান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এম মুহসীন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনামুল হক, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহঃ সভাপতি মোঃ হাসান রুহানী সুমন, হাজী মমতাজ আলী, সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শহর নেতৃবৃন্দের মধ্যে আবু নাঈম, সাহাবুল ইসলাম, আলমগীর হোসেন, আজগর আলী, আব্দুর রহিম এবং ওয়ার্ড সভাপতিদের মধ্যে মিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, খাইরুল ইসলাম লিটু, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আলাল প্রমুখ। সম্মেলনে মো. লাকনুর রহমান বান্নাকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. আজগর আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যে বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।