কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৩

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ওই মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বর চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রিপন মিয়া (৩৫)।

কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বুধবার বিকাল ৪ টা ২০ মিনিটে কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের বারখাদা এলাকার বাইপাস রোডের পূর্ব পাশে মল্লিক সুপার মার্কেটের নেহেলের মটর পার্টসের দোকানের সামনের ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া ডিবির টিম এসআই(নিঃ) সনজীব ঘোষ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার সাধারণ ডায়রী নং-২৪৫, ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বুধবার বিকাল ৪ টায় কুষ্টিয়া সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়াার্ড বারখাদা এলাকার বাইপাস রোডের পূর্ব পার্শ্বে মল্লিক সুপার মার্কেটের নেহেলের মটর পার্টসের দোকানের সামনে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সনজীব ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিলসহ রিপন মিয়াকে আটক করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।