কুমারখালী প্রতিনিধি ॥ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুমারখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে আলেম-ওলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) দুপুরর পৌরবাস টার্মিনাল সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সে অধ্যয়নরত গবেষক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আন নাঈম, হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ খালিদ, হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ, মুফতি শাব্বির আহমাদ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, নির্বাহী সদস্য ফরহাদ আমির টিপু, সদস্য আসাদুজ্জামান সবুজ, মিজানুর রহমান মিজান,আশিকুর রহমান অন্তু, ক্যামেরা পার্সন সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ-আন-নাঈম মুসলিম জীবনে নানাবিধ সমস্যা সমাধানে কুরআন ও হাদীসের আলোকে উপজেলা ফতুয়া বোর্ড গঠন করার বিষয়ে আলোচনা করেন।
