কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নের দড়িগ্ৰাম থেকে বুধবার রাতে জুয়া খেলার দায়ে ১। মোঃ আনিস শেখ (৩৫), পিতা-মজিবর শেখ, ২। মোঃ মোকলেস শেখ (৩৫), পিতা-মৃত কুদ্দুস শেখ, ৩। মোঃ লালন (১৯), পিতা-মৃত আনসার উদ্দিন, সর্ব সাং-কসবা, ৪। মোঃ নবাব আলী খাঁন (৪৫), পিতা-মৃত উকিল উদ্দিন, সাং-কোমরকান্দি, ৫। মোঃ হাবিল হোসেন (৩৫), পিতা-আবতাব শেখ, ৬। মোঃ আসাদুল শেখ (২২), পিতা-আবুল কাশেম, ৭। মোঃ লিটন মন্ডল (৩০), পিতা-মৃত আতাহার মন্ডল, সর্ব সাং-দ্বাড়িগ্রাম কে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার জুয়ার ব্যবহৃত পাঁচ হাজার চারশত সাতান্ন টাকা উদ্ধার করা হয়।

কুমারখালী থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ৭ জুয়াড়ি আটক
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়া খেলার দায়ে। ৭ জন কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে কুমারখালী থানার দায়ের করা হয়েছে, মামলা নং-২৮। বৃহস্পতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
