কুমারখালীতে স্মার্টফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে স্মার্টফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) বিকেল পৌণে ৪ টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। কারো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। ওই ছাত্রের নাম মো. জিসান (১৪)।

কুমারখালীতে স্মার্টফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ

সে ওই গ্রামের প্রবাসী বকুল প্রামাণিকের ছেলে ও সাদিপুর আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের স্বজনদের ভাষ্য, জিসান পড়ালেখা বাদ দিয়ে মায়ের স্মার্টফোনে গেইম আসক্ত ছিল। আজ (গতকাল রবিবার) ফোন না পেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ছাত্রের মা জিয়াসমিন খাতুন জানান, তার ছেলে পড়ালেখা বাদ দিয়ে সবসময় তার ফোনে গেইম খেলত। সেজন্য রোববার সকালে তার ফোনটি তিনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন। সেই লক খুলতে না পেরে ছেলে স্মার্টফোন কিনতে চাই। তিনি ফোন না দিয়ে ছেলেকে বকাঝকা করেন। পরে সকাল সাড়ে ১১ টার দিকে নিজ শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেছে। চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ জানান, তিনি শুনেছেন গেইম খেলার জন্য ফোন না পেয়ে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। এতথ্য নিশ্চিত করে থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে জানিয়েছেন ইউএনও মো. মাহবুবুল হক। তিনি জানান, স্মার্টফোনের কালো থাবা থেকে শিশু, শিক্ষার্থীসহ নানা বয়সি মানুষকে সচেতন করতে সভা, সেমিনার সহ নানামুখী কাজ করছে প্রশাসন। অভিভাবকদের আরো বেশি বেশি সতর্কতা অবলম্বনের আহবান জানান তিনি।