কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) সকালে সুদিন নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে সভা অনু্ষ্িঠত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. জেবুন নিসা সবুজ। সুদিন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা যুবলীগের আহবায়ক সম্পা মাহমুদ, কুমারখালী মহিলা পরিষদের সভাপতি হোসনেআরা রুবি। সুদিন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সঞ্চালনায় এসময় শিক্ষিকা, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, সুধিজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। নারীদের ছোট করে দেখার সুযোগ নেই। তবে স্বাধীনতার এতোগুলো বছর পরে স্বাধীনতার স্বপক্ষ-বিপক্ষ নিয়ে আক্ষায়িত করা অত্যন্ত দুঃখজনক।
