মোশারফ হোসেন ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ কুষ্টিয়া কুমারখালীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে এরমধ্যে কুমারখালীতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী। মনোনয়নপত্র বাছাই হয় ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে। গত মঙ্গলবার (২৩ এপ্রিল ) মনোনয়ন বাছাই শেষে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা নির্বাচন কমিশন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২ জন হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ পিটার। ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন হলেন- মুস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ আমিরুল ইসলাম তুষার, মোঃ রাসেল হোসেন, মোহাঃ জিয়াদুল ইসলাম, উপজেলা জাসদ নেতা, মোহাম্মদ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, মেরিনা আক্তার মিনা, মোছাঃ মুক্তা খাতুন, মৌসুমী আক্তার। কুমারখালী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৮ শ ২৯ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪১ হাজার ৮ শ’ ৩১ জন ও পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯ শ’ ৯৫ জন। মোটা ১ শ’টি কেন্দ্রে ৭৫৫ টি বুথে আগামি ২১ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
