কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার দুধকুমড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। বর্তমান সভাপতি আলফাজ হোসেন দীর্ঘদিন যাবৎ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদাবাজী করে আসছে এবং অসমাজিক কার্যকালাপে জড়িত বলে অভিযোগ রয়েছে। জানা যায়, আশ্রয়ন প্রকল্পের পুকুর নিজে একা ভোগ করতে দখল করছেন দীর্ঘদিন ধরে। তিনি বাগুলাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ।
অভিযোগকারী ফিরোজ বলেন, বাগুলাট গ্রামে তার নিজস্ব পাকা বাড়ি আছে। তিনি কি করে ২নং ওয়ার্ড থেকে ১নং ওয়ার্ড এ ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের বাড়ি-ঘর বরাদ্ধ পান। তিনি গত ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার দলবল সহকারে কুমারখালীতে অবস্থান করেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে সভাপতি পদ থেকে অপসারণ করতে। আমরা কুমারখালী উপজেলা প্রশাসন বরাবর, গত ৫ সেপ্টেম্বর একটি স্মারকলিপি প্রদান করেছি। ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
