কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুষ্টিয়া কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে কুমারখালী পৌর পার্ক চত্বরে ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি সুজয় চাকীর সভাপতিত্বে ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন এর আয়োজনে এক আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক।

কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি আসিফ রাহাত, সাধারণ সম্পাদক সাগর শেখ, ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী বিশ্বাস, সোহাগ ক্লিনিক এর পরিচালক নুরুল আমিন সোহাগ স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোঃ আলফাজ উদ্দিন, নোভা ক্লিনিকের পরিচালক মোঃ আলিমুজ্জামান বদর প্রতীক প্রাইভেট হসপিটালের পরিচালক শরিফুল ইসলাম ডিসান ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক তুষার আহম্মেদ প্রদীপ ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক বিশ্বনাথ ঘোষ প্রদীপসহ প্রমূখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এই সময় কুমারখালী ও খোকসা উপজেলার ব্লাড ডোনেশন ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।
![]()
