কুমারখালীতে পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষীরা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৪

মোশারফ হোসেন ॥ ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কুষ্টিয়া কুমারখালীর পেঁয়াজের বীজ চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও বীজ চাষে আগ্রহ দেখিয়েছেন কৃষকরা। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেখতে ফুলের মতো হলেও এটি কোন সাধারণ ফুল নয়। এটি পেঁয়াজের বীজের সাদা অংশ যা স্থানীয়দের কাছে কদম নামে পরিচিত। সাদা কদমের মধ্যেই লুকিয়ে রয়েছে কালো সোনা। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষি উদ্যোক্তা আবু তালেব, ২০ বছর ধরে পেঁয়াজের বীজ চাষ করে আসছেন। ইতোমধ্যে তার  বীজের সুনাম নিজ এলাকার বাইরেও ছাড়িয়ে পড়েছে। কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবু তালেবের  বীজ সংগ্রহ করতে আসেন অন্যান্য কৃষি উদ্যোক্তাগণ। কৃষক আবু তালেব বলেন, আমি ২০ বছর যাবত পিঁয়াজের বীজ চাষ করে আসছি , প্রতি বিঘা জমিতে প্রায় তিন মণ বীজ পাওয়া সম্ভব।  বিঘা প্রতি ২ থেকে আড়াই লাখ টাকা বীজ উৎপাদন করা সম্ভব। এবার আমি প্রায় দশ বিঘা জমিতে পিঁয়াজের বীজ চাষ করেছি। এই চাষ অনেক লাভজনক হওয়ায় সবাইকে আমি উদ্বুদ্ধ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, পিঁয়াজের বীজ উৎপাদন ও সংরক্ষণ খুবই সেনসিটিভ বিষয়। যার কারণে এই চাষ সবাই করতে চায় না। কুমারখালী উপজেলাতে প্রায় ২৫ বিঘা জমিতে এই চাষ হয়েছে। এই চাষ আরো বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।