কুমারখালীতে দুইজন মাদক কারবারি গ্রেফতার
৩০শে অক্টোবর কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

কুমারখালীতে দুইজন মাদক কারবারি গ্রেফতার
কুমারখালী থানাধীন শেরকান্দি এলাকার মৃত মনছের আলীর ছেলে, মোঃ বশির মিয়া (৩৮) কে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে মোবাইল কোর্টে মামলা হয়, মামলা নং২৩৬ / ২০২৩ বশির কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ৫) ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই দিনে কুমারখালী বাটিকামারা রেলগেট থেকে মৃত মনির উদ্দিনের ছেলে বাবু (৫৫) কে মাদকদ্রব্য সেবনের অপরাধে একই ধারা মোতাবেক মোবাইল কোর্টে মামলা হয়, মামলা নং ২৩৭ / ২০২৩ বাবুকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, আমিরুল আরাফাত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
পরিদর্শক মোঃ বেলাল হোসেন অভিযান শেষে সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
