কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২০, ২০২৩
কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালীতে আপন চাচা আর চাচাতো ভাইয়ের হামলায় গৃহবধূ ও স্কুল পড়ুয়া কন্যা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে।

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

কুমারখালীতে চাচা ও চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ ও শিক্ষার্থী

আহতরা হলেন, চর এতমামপুর গ্রামের তক্কেল আলীর ছেলে জাহিদুল ইসলামের (৪৫) স্ত্রী রাজিয়া খাতুন(৪২) ও তার কন্যা চুমকি খাতুন(১৫)।হামলাকারীরা জাহিদুল ইসলামের আপন বড় ভাই রবিউল ইসলাম (৪৭) ও ভাস্তে শান্ত ইসলাম (১৭)।

এবিষয়ে আহত গৃহবধূ রাজিয়া খাতুন জানায়, আমার স্বামী জাহিদুল ইসলাম প্রায় ০৭ বছর যাবত সৌদি আরব থাকে। স্বামীর বাড়িতে দুই কন্যা নিয়ে বসবাস করি। কিন্তু আমার স্বামী বিদেশে থেকে টাকা পাঠালে সেই টাকা চায়। আমি না দিলেই আমার ও আমার কন্যাকে মারধর করে। এবং টাকা জোর করে নিয়ে নেয়। ফসল কেড়ে নেয়। গোয়াল ঘর থেকে গরু খুলে নেয়। ঘরের জিনিসপত্র বের করে নেয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে এবং মারধর করেছে। বিষয়টি এলাকার অনেকই অবগত।

তিনি আরও বলেন, বুধবার আমার ঘর থেকে আমার বড় মেয়ের গহনা চুরি করে নেয় আমার ভাসুরের ছেলে শান্ত। আমি শান্ত ও তার পিতার কাছে জিজ্ঞেস করতেই আমার ও আমার মেয়ের উপর হামলা চালায় এবং মারধর করে। তিনি আরও জানান, শান্ত মাদক কারবারের সাথে জড়িত।

এব্যাপারে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। কোর্টে নারী নির্যাতন আইনে মামলা করব।

এবিষয়ে হামলাকারী রবিউল ইসলাম ও শান্ত ইসলামের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের উপর চড়াও হন।