কুমারখালীতে গরুর শরীরে ‘লামথি স্কিন ডিজিজ’ দুটি গরুর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গরুর শরীরে ‘লামথি স্কিন ডিজিজ’ দুটি গরুর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২০, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ‘লামথি স্কিন ডিজিজ’ নামে একটি নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছে এলাকার গরু। যে কারণে গরু পালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশু সম্পদ কর্মকর্তারা এই রোগ নিয়ে বিচলিত না হয়ে খামারি ও গরু পালকদের মশারির মধ্যে গরু রাখার পরামর্শ দিয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে, আক্রান্ত গরুগুলোর প্রথমে পা ফুলে যাচ্ছে, এরপর শরীরে প্রচণ্ড জ্বর আসছে।

এই জ্বর থাকা অবস্থায় ২-৩ দিনের মধ্যে গরুর গোটা শরীরে বসন্তের মতো গুটি গুটি ফোসকা বের হচ্ছে। এরপর ফোসকাগুলো ঘাঁয়ে পরিণত হচ্ছে। স্থানীয় পশু চিকিৎসকরা বলছেন, এটি একটি ভাইরাসজনিত রোগ। ৯০ এর দশকে আফ্রিকাতে এই রোগ দেখা দিয়েছিল। এই রোগ মশার কামড় থেকেই ছড়ায়। বাংলাদেশের অনেক স্থানেই এখন এই রোগ দেখা দিয়েছে। চিকিৎসকরা গরুগুলো মশারির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন।

গরুর মালিকরা জানান, এই রোগে আক্রান্ত গরুগুলো কোনো কিছুই খেতে পারছে না। ফলে দ্রুতই তারা রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়ছে। কুমারখালী উপজেলায় প্রায় প্রতিটি গ্রামেই এই রোগ দেখা দিয়েছে। তবে উপজেলার পৌর এলাকা, মালিয়াট গ্রাম সহ সব ইউনিয়নে এর প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছে। এই পর্যন্ত দুই বাছুর গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের গোয়ালে হালের বলদ, দুধের গাভী, সদ্যজাত বাছুরসহ সব বয়সের গরুই এই রোগে আক্রান্ত।

তেবাড়িয়া গ্রামের রায়হান এর ফ্রিজিয়ান জাতের একটি দুধের গাভীর পেছনের একটি পা ফুলে আছে। গাভীটির সারা শরীরে বসন্তের মতো গুটি গুটি বের হয়েছে। একই অবস্থা সৃষ্টি হয়েছে কামালের ২ টি গরুর। সদকী ইউনিয়নের গ্রামের জসিম জানান, তার গোয়ালের মোট ৪টি গরুর পা ফুলে গায়ে ফোসকা বের হয়েছে। তার একটি বড় বলদের অবস্থা খুবই খারাপ। পায়ের ফোলা স্থানে ক্ষত হয়ে পচন ধরেছে। তেবাড়িয়া গ্রামের কামাল  জানান, তার  ৩ টি বাছুর গরুর অবস্থা বেশ খারাপ।

প্রায় ২৫ হাজার টাকা খরচ করেও দুটি বাছুর গরুর মৃত্যু হয়েছে। অন্য একটি বাছুর গরুর স্থানীয় চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু সুস্থ হচ্ছে না। একাধিক পশু চিকিৎসকের দেয়া তথ্যানুযায়ী, উপজেলার বিভিন্ন এলাকার গ্রামগুলোর গরুর শরীরে এই রোগ দেখা দিয়েছে। তারা জানান, দিন যতই যাচ্ছে, এই রোগ ততই ছড়াচ্ছে। নতুন নতুন গ্রামে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর জানান, এই রোগটি শুধু কুমারখালী উপজেলায় নয়, দেশের অনেক স্থানে দেখা দিয়েছে। লামথি স্কিন ডিজিজ,এক ধরনের ভাইরাস এটা। ইতিপূর্বে এই রোগ দেখা যায়নি। তিনি বলেন, এই রোগে মৃত্যুর ঝুঁকি অনেকটা কম। তবে গরুর শারীরিকভাবে অনেক ক্ষতি হয়। তিনি বলেন, এই রোগ দেখা দিলে অন্য গরু থেকে আক্রান্ত গরুটি আলাদা করে রাখতে হবে। কারণ রোগটি মশার মাধ্যমেই ছড়াচ্ছে, সেজন্য রোগাক্রান্ত গরুটি অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে। আক্রান্ত গরুর জ্বর হলে দ্রুত প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে। আর এভাবে ৪ থেকে ৫ দিন অতিবাহিত হলে যদি ক্ষত জায়গা বেশি খারাপ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে এটা কোনো মরণব্যাধি নয়।