কুমারখালিতে ভূয়া দন্ত চিকিৎসকে জেল ও জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালিতে ভূয়া দন্ত চিকিৎসকে জেল ও জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহিদ খান প্রান্ত (রতন) নামে সনদ বিহীন ভুয়া এক দন্ত চিকিৎসককে জরিমানাসহ  কারাদন্ড প্রদান করা হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলা হাসপাতাল রোডে “রতন ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। 

অভিযানে রতন ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও এলঙ্গীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে দন্ত চিকিৎসক জাহিদ খান প্রান্তকে নগদ ২০ হাজার টাকা জরিমানা ও ১০দিনের কারাদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসলেও জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর কিংবা ডাক্তারি সনদপত্র দেখাতে পারেননি তিনি। এতদিন নকল চিকিৎসক সেজে প্রতারণা মূলকভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। এ বিষয়ে প্রতারিত এক রোগীর অভিযোগ প্রদান করলে সরজমিনে জমিনে এসে তার সত্যতা পাই। 

যে কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এই ধরনের গর্হিত কাজ যাতে আর না ঘটে সেই কারণে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট । অভিযান শেষে আদালত জাহিদকে কুষ্টিয়া কারাগারে প্রেরণ করে।