জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
“অগ্নিবীণার শতবর্ষঃ বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ” এই শ্লোগান নিয়ে আগামী ২৫মে ১১ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। কুষ্টিয়ায় এ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার (১৬মে) দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সভায় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আক্তার।
বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফ উজ জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আমিনলি ইসলাম, কুষ্টিয়া সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মখলেছুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি কর্মকর্তা সুজন রহমান প্রমুখ।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল আলম টুকু, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহসিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস ও কুষ্টিয়া সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) স্বরূপ মহুরিসহ জেলা প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় কবির জন্মবার্ষিকী পালনে কুষ্টিয়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
