সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রেসসচিব ইহসানুল করিম
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রেসসচিব বীরমুক্তিযোদ্ধা কুষ্টিয়া কৃতি সন্তান ইহসানুল করিম কুমারখালী সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের জাদুঘর পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৪মে) সকাল ১১ টার সময় কুমারখালী কাজী পাড়া মোড়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রেসসচিব ইহসানুল করিম
প্রেস সচিব জাদুঘরে পৌঁছলে সাংবাদিকবৃরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, কাউন্সিলর হারুন অর রশিদ হারুন, সাংবাদিক ফেডারেল ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি আফরুজা আক্তার ডিউ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন।
প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীর, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, জি লাইভ এর রিপোর্টার মোশারফ হোসেন, চ্যানেল এস উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভি উপজেলা প্রতিনিধি তানভীর লিটন, সাংবাদিক আবু দাউদ রিপন সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। জাদুঘর পরিদর্শন শেষে রানা টেক্সটাইল এর কারখানা পরিদর্শন করেন প্রেস সচিব ইহসানুল করিম।

