ভেড়ামারায় গোসল করতে নেমে কলেজ ছাএের মৃত্যু
ভেড়ামারায় গোসল করতে নেমে জিসান নামে এক কলেজ ছাএের মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সরকারি পলিটেকনিকেল কলেজ এর ছাত্র। বুধবার দুপুরে ডিজে ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।

ভেড়ামারায় গোসল করতে নেমে কলেজ ছাএের মৃত্যু
ছেলেটির বাড়ি ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়ন পরিষদের পিছনে। নাসিম সাহেবের বাগানের সাথে বাড়ি। তার বাবার নাম আরিফ হোসেন। সে পরিবারের বড় ছেলে।
![]()
