এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ঢাকা থেকে ফেরার পথে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে নেতা কর্মীদের সাথে মতবিনিময় অংশ নেন। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা চারটায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বালিয়াশিশি বাজারে পৌঁছালে শত শত নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনাব বাচ্চু মোল্লা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে শেরপুর বাজারে পৌঁছালে অপেক্ষমান শত শত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক কিছু কথা বলে দিঘলকান্দি বাজারে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করে রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজারে অপেক্ষমান শত শত নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষের বিজয়ের জন্য করনীয় দিকনির্দেশনা দিয়ে বলেন আপনারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির নিরসন করে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জহুরুল করিম বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিবর রহমান প্রমুখ।
