দৌলতপুর প্রতিনিধি ॥ এক বছরে ১৩৫ কোটি টাকার চোরাচালানি ও মাদকদ্রব্য আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত এক বছরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০গ্রাম স্বর্ণ, বিদেশি ও দেশি মিলিয়ে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি, ২ হাজার ৮৩৬ বোতল বিদেশি মদ,
৮ হাজার ৬২৬ বোতল ফেন্সিডিল, ৩৬৯ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ৫৮ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ২২ কেজি ২২৯ গ্রাম হেরোইন, ১ লাখ ২০ হাজার ২৬২ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ২৫ বোতল এলএসডি ও ৪ কেজি ৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। এসময় অভিযানে ১৩ জন আসামী আটক করা হয়। অন্যদিকে যৌথ টাস্কফোর্স অভিযানে, ৩ হাজার পিস ইয়াবা, ১৭ হাজার ৪৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, প্রায় ৭৩ হাজার কেজিরও বেশি বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ও ২টি অবৈধ জাল তৈরির মেশিনসহ বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩৫ কোটি টাকা।
সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে প্রায় ১৩৫ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ঔষধ প্রদান করা হয়। তিনি আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
