উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৬, ২০২৩
উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিন। এই দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।

উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ

উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ

উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না: হানিফ

ঐতিহাসিক এই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। এ সময় হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করেছেন তাতে স্পষ্ট যে,বাংলার মানুষ পুনরায় আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাটছে। এই উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না। সোমবার(০৬ মার্চ) বিকাল ৩ টার দিকে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে যুবলীগের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি হানিফ বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে কেউ কখনো ক্ষমতায় আসতে পারবে না। জামাত-বিএনপি,জাতীয়পার্টি অনেকেই এদেশের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ নির্বাচন কমিশন গঠন করেনি। একমাত্র আওয়ামী লীগ ভোট সুষ্ঠ করতে স্বাধীনতার ৫০ বছর পরে নির্বাচন কমিশন গঠন করেছে। তিনি বলেন, ক্ষমতায় আসার এক মাত্র সুষ্ঠু পথ নির্বাচন।

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া ৪(কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ: কা: ম: সরোওয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, এ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, সদর উপজেলা যুবলীগের সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কুমারখালি উপজেলা যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর হারুন অর রশিদ প্রমুখ।

আরও পড়ুন: