কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৫, ২০২৩
কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় ইজিবাইক চালক বশির উদ্দিন শেখ (৬০) কে হত্যার দায়ে রঞ্জু মন্ডল (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রঞ্জু মন্ডল কুমারখালী উপজেলার উত্তর পারসাঁওতা গ্রামের মৃত সালামত মন্ডলের ছেলে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ আগষ্ট বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর পারসাঁওতা গ্রামের বশির উদ্দিন শেখ তার ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হোন। পরে সে আর বাড়িতে ফিরেননি। পরদিন সকালে কুষ্টিয়া সদর উপজেলার মেটন চরগোপালপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৬ আগষ্ট নিহতের ছেলে মিঠুন শেখ অজ্ঞাত ব্যক্তিদের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহা. আকিবুল ইসলাম মামলাটি তদন্ত শেষ করে আদালতে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: