আ.লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিএনপি অঙ্গসংগঠনের বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আ.লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিএনপি অঙ্গসংগঠনের বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহণী মোড়ে গিয়ে এক সমাবেশে রুপ নেয়।

সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা বিএনপি সদস্য আবু তালেব, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, সরকারি ছাত্র দলের সাবেক সভাপতি আরিফুজ্জামান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিটন, ০৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনিসুল ইসলাম টোকন, ১৩ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ অনেকে।

ঘন্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ নেয়। পরে বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। এসময় বক্তারা বলেন, “লকডাউনের নামে দমননীতি চলবে না”, “ গত বছরের ৫ আগষ্ট গণবিরোধী সরকারের পতন হয়েছে। তাদেরকে আর মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। ১৩ নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ঘোষণার পর রাজধানীতে যে অরাজকতা সৃষ্টি করছে এর জবাব পুনরায় দিতে হবে।

গত বছরে ছাত্র জনতার আন্দোলনে নিরীহ মানুষকে হত্যা করে তাদের স্বাদ মেটেনি। আবারো তারা বাসে আগুন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ককটেল ফুটিয়ে মানুষ হত্যার নেশায় ফিরতে চাচ্ছে। তাদের স্বপ্ন আর বাস্তবতায় ফিরতে দেওয়া যাবে না। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকেই জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে।