আমাদেরকে দেশ সম্পর্কে জানতে হবে, দেশকে ভালবাসতে হবে : জেলা প্রশাসক এহেতেশাম রেজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমাদেরকে দেশ সম্পর্কে জানতে হবে, দেশকে ভালবাসতে হবে : জেলা প্রশাসক এহেতেশাম রেজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৪

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া মডেল মসজিদে জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আমাদেরকে দেশ সম্পর্কে জানতে হবে, দেশকে ভালবাসতে হবে : জেলা প্রশাসক এহেতেশাম রেজা

উক্ত অলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ পরিচালক হেলালউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম  রেজা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তারেক জুবায়ের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক ডা.হায়াত মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ তারিক হাসান, কুওয়াতুল ইসলামিক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম যে সন্ত্রাস, জঙ্গিবাদ কখনোই সমর্থন করে না, তা জোরালোভাবে ব্যক্ত করা যায়। পবিত্র কোরআন-হাদীসে এ বিষয়ের সুস্পষ্ট ঘোষণাগুলো সুন্দর ও সহজ ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের ক্যান্সার। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে চাই ইসলামি শিক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠে অবশ্যই পাঠকবৃন্দ উপকৃত হবেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আর্বিভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও মানবতার জন্য। ইসলাম মানুষকে প্রকৃত মানুষ বানানোর শিক্ষা দেয়। নবীকুল শিরোমনি হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্বে শান্তি, কল্যাণ ও মানবতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। দ্বীনই দাওয়াত প্রদানের মাধ্যমে রাসূলে কারীম (সাঃ) ইসলাম প্রচার করেছিলেন। অতুলনীয় চরিত্র মাধুর্য, অনুপম শিক্ষা ও আদর্শ, আমল ও আখলাক দ্বারা তিনি মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সমর্থ হয়েছিলেন। চরম গোষ্ঠীগত মতানৈক্য ও সংঘাতের মধ্যে সকল গোষ্ঠি, সম্প্রদায়, জাতি-ধর্ম নির্বিশেষে কিভাবে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করা যায় মহানবী (সাঃ) সোনার মদীনাকে তার একটি অতুলনীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেন। যুগে যুগে যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাঁরা অসাধারণ মানবপ্রেম, অনুপম চারিত্রিক মাধুর্য, অতুলনীয় মানবিক মূল্যবোধ, দৃষ্টান্তমূলক সৎকর্ম, নিষ্ঠাপূর্ণ আমল ও পরিশুদ্ধ মননশীলতা দ্বারা বিশাল জনগোষ্ঠিকে ইসলাম গ্রহণে আকৃষ্ট করতে সমর্থ হয়েছিলেন। এর ফলে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। এভাবে উপমহাদেশে কোটি কোটি মানুষ মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করে। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম বিশৃঙ্খলা, বে-আইনী কার্যকলাপ, ফিতনা, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। যে কোন অবস্থায় সন্ত্রাসের পরিণতি অত্যন্ত ভয়াবহ। দাঙ্গা, বিশৃঙ্খলা ও নির্যাতন ইত্যাদি ধরনের কাজকে ইসলামে ফিতনা হিসেবে বিবেচনা করা হয়। ফিতনা একটি জঘন্য অপরাধ। জেলা প্রশাসক জনাব এহেতেশাম রেজা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম । ইসলামের প্রতি আকৃষ্ট হয় সারা বিশ্বব্যাপী অনেক মানুষ। বিশেষ করে পশ্চিমা বিশ্বের অনেক গায়ক, ডাক্তার ও ইঞ্জিনিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছে এটা তাদের জন্য চিন্তার জায়গা হয়ে পড়েছে। তাই এই ইসলাম ধর্মের প্রতি অন্যরা যেন আকৃষ্ট না হয় বা ইসলাম ধর্ম গ্রহণ না করে সেই ব্যাপারে অনেকেই পদক্ষেপ চালাচ্ছে। বিভিন্ন মাধ্যমে ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য অনেক কর্মকান্ড পরিচালিত করছে। সেই জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, আপনারা জানেন, কুরআন শরীফের অসংখ্য সূরা রয়েছে যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ফিতনা বা সন্ত্রাস হত্যার চেয়েও ভয়াবহ। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এই বিষয়ে অনেক আলোচনা করেছেন এবং বলেছেন মুসলিম পরস্পর পরস্পরের ভাই। আপনারা একই সাথে যেমন ইসলাম প্রচার করতে মানুষকে উদ্বুদ্ধ করবেন, তেমনি এর পাশাপাশি রাষ্ট্রীয় কিছু দায়িত্ব রয়েছে ডিডি ইসলামিক ফাউন্ডেশন মহোদয়ের মাধ্যমে অনেক তথ্য চিঠি আকারে আপনাদের কাছে পাঠানো হয়। যেগুলো  জুম্মার দিনে মুসল্লিদের মাধ্যমে আলোচনা করার জন্য যেমন জন্ম ও মৃত্যু নিবন্ধন, টিকা ইত্যাদি বিষয়ে আপনারা সাধারণ মানুষজনকে জানাবেন। এছাড়াও আমাদের সরকার কৃষিতে অনেক ভর্তুকি ও অনুদান দিচ্ছে। এ বিষয়ে আপনারা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিবেন। এছাড়াও বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার ব্যাপারে বোঝাবেন এবং দেশ সম্পর্কে ধারণা দিবেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয় ইতিহাস সম্পর্কে জানাবেন। তিনি বলেন, আমাদেরকে দেশ সম্পর্কে জানতে হবে, দেশকে ভালবাসতে হবে। দেশপ্রেম যেন আমাদের সকলের ভেতরে ধারণ করতে পারি। এই বিষয়গুলো অবশ্যই মুসলিমদের মাধ্যমে ছড়িয়ে দিবেন।