কুমারখালীতে আমদানি হলেও বাড়ছে কাঁচা মরিচের দাম
কুষ্টিয়া কুমারখালীতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হলেও কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছে। ঈদের আগ থেকে ৭ শ’থেকে ৮ শ’টাকা কেজি কাঁচামরিচ খুচরা ও মহল্লার দোকানে বিক্রি হয়েছে।

কুমারখালীতে আমদানি হলেও বাড়ছে কাঁচা মরিচের দাম
হঠাৎ কাঁচামরিচ আমদানি র’ খবরে ৩ ও ৪ জুলাই ২ শ’ টাকা থেকে ২ শ’ ৫০ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছে। বুধবার কুমারখালী পৌর তহবাজারে খুরচা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫ শ’ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানির প্রভাব পড়েনি ভোক্তা পর্যায়ে, কিছুটা বেড়েছে যোগানও। তার পরও কাঁচামরিচের দাম নিয়ে চোর পুলিশ খেলা খেলছে সাধারণ মানুষের সাথে কাঁচামরিচ বিক্রেতা।
গত এক সপ্তাহ ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। কুমারখালী বাজারে সরবরাহও বেড়েছে ইন্ডিয়ান কাঁচামরিচের । প্রকারভেদ পাইকারি পর্যায়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪ শ’ থেকে ৪ শ’ পঞ্চাশ টাকায়। খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে ৫ শ’থেকে ,৫ শ’ পঞ্চাশ টাকা কেজি দরে। দেশীয় কাঁচামরি বাজারে খুব কম হলেও, দামে কোন তারতম্য নেই। আমদানি উন্মুক্ত করে দেয়ার সুফল পাচ্ছেনা ক্রেতারা।
কাঁচামরিচ কিনতে আসা জামান বলেন, বাজারে রাতারাতি কাঁচামরিচের বাজার বেড়ে গেছে। দুই দিন আগেও ২ শ’ থেকে ৩ শ’টাকা কেজি ছিল, এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫ শ’ থেকে ৫ শ’ পঞ্চাশ টাকা কেজি দরে। এতে করে সাধারণ ক্রেতাদের অসুবিধা হচ্ছে। বাজার মনিটরিং না থাকায় এমন দাম বাড়ছে প্রতিনিয়ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং করা উচিত প্রতিদিন।
![]()
কাঁচামরিচ বিক্রেতা আশরাফ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় কুমারখালীতে দুই দিন দাম কমেছিল । আবার কাঁচামরিচের দাম ৫ শ’থেকে ৫ শ’ পঞ্চাশ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।
কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে , খুরচা ৫ শ’ টাকা কোন দোকানে ৫ শ’ পঞ্চাশ টাকা কোন দোকানে ৩ শ’ পঞ্চাশ টাকা কেজি দরে। বাজার মনিটরিং না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।
