আধুনিক ও স্মার্ট ভেড়ামারা-মিরপুর গড়তে ট্রাক প্রতীককে বিজয়ী করুন : কামারুল আরেফিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আধুনিক ও স্মার্ট ভেড়ামারা-মিরপুর গড়তে ট্রাক প্রতীককে বিজয়ী করুন : কামারুল আরেফিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নির্বাচন জমে উঠেছে। আওয়ামী লীগের সমর্থিত সতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন এর ট্রাক প্রতিকের প্রচার প্রচারনায় বারুইপাড়া ইউনিয়নে বাধ ভাঙ্গা মানুষের জোয়ার ও পরিবর্তনের শোর উঠেছে।

আধুনিক ও স্মার্ট ভেড়ামারা-মিরপুর গড়তে ট্রাক প্রতীককে বিজয়ী করুন : কামারুল আরেফিন

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে মিরপুর পৌর এলাকায় নির্বাচনী পথসভা করেন ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন। এদিকে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক স্থানে পথসভায় প্রধান অতিথি ছিলেন আসনটির এমপি পদপ্রার্থী কামারুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডা: শফিকুল ইসলাম মন্টু, পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমীনুল হক মমীন। এসময় বারুইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি বাবু সুরঞ্জন কুমার ঘোষ, মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বিশ্বাস সহ দলীয় নেতৃবৃন্দ। পথসভায় কামারুল আরেফিন সাধারন ভোটারদের কথা মনোযোগ সহকারে শোনেন। ভোটারা তাকে জয় করার আশ্বাস দিয়ে মিরপুর-ভেড়ামারার পরিবর্তন চেয়েছেন।

এলাকার নির্যাতিত নিপিড়ীত ব্যবসায়ি সহ সাধারন জনগন সতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশ্বাস দেন। কামারুল আরেফিন বলেন, এলাকায় অনেকে হত্যা হয়েছে। ভুক্তভোগি পরিবারগুলো আজো ধুকরে ধুকরে কাঁদে। তিনি বলেন সন্তান হারা স্বামী হারা পিতা হারা মা বাবা সন্তানরা আজ বিচার চেয়ে বিচার না পেয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে। নিপিড়ীত মানুষ যাতে অধিকার ফিরে পাই, সে লক্ষ্যে রাজপথে নেমেছি, জনগণের পাশে দাড়িয়েছি। সব কিছুর অবসান ঘটবে আগামী ৭জানুয়ারি ট্রাক প্রতীকের বিজয় হলে। কামারুল আরেফিন আরো বলেন, ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ভেড়ামারা-মিরপুরে হবে শান্তি, স্বস্তি ও উন্নয়ন। এই জনপদের সকল মানুষ থাকবে সুখে শান্তিতে। কারো সাথে কারো বিরোধ থাকবে না। তিনি বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদশ মেনে রাজনীতি করতে চাই। দফাদার হয়ে আপনাদের সেবক হতে চাই। এমপি নির্বাচিত হলে আপনাদের ভাই হয়ে থাকবো।

আধুনিক ও স্মার্ট ভেড়ামারা-মিরপুর গড়তে ট্রাক প্রতীককে বিজয়ী করুন। ইনু কোন উন্নয়ন করবে না। নির্বাচনের আগে তিনি নৌকায় চড়েন। নির্বাচন শেষে আবার মশাল। উনি সতীনের ঘর করেন, আমরা পারি না। কারন আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। উল্লেখ্য, দিনব্যাপী নির্বাচনী এই কর্মসূচিতে কামারুল আরেফিন পথসভা করেন, মিরপুর পৌর এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ। পরে বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া বটতলা, গোড়দহ কোটন মোড়, চরপাড়া আমদ মোড়, বেলপাড়া মসজিদপাড়া, টেপুর মাজার প্রাঙ্গন, কেপুর ক্যানাল মোড়, ফকিরাবাদ ব্রিজ মোড়, বলিদাপাড়া হাজী মোড়, বারুইপাড়া ঈদগাহ মাঠ, ৯নং বাজার, রাইপাড়া ও চারমাইলপাড়া। প্রতিটি স্থানে পথসভা জনস্রোতে রুপান্তরিত কামারুলের পথসভায় জনস্রোত।