কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৮, ২০২৩
কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি

কুষ্টিয়া আদালতের বিচার না পেয়ে রত্মা খাতুন (২৮) নামে এক গৃহবধু অনশনসহ আত্মহত্যার হুমকি দিয়েছেন। রবিবার সকালের দিকে আদালত চত্বরে এ গৃহবধু অনশন কর্মসূচী ঘোষনা করেন।

কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি

কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি

কুষ্টিয়ায় আদালতের বিচার না পেয়ে এক গৃহবধূর অনশন, আত্মহত্যার হুমকি

সে ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আব্দুল্লাহ হোসেন বিপ্লবের স্ত্রী। তিনি অনশন কর্মসূচী শেষে করে তার নিজের শরীরের আগুন লাগাবে বলে আদালত চত্বরে হুমকি দেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনশনে রত্মা খাতুন বলেন ২০২০ সালে ২২ নভেম্বর ৫০ হাজার দেন মোহরে আব্দুল্লাহ হোসেন বিপ্লবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে যৌতুকের টাকার দাবীতে মারধর করে বাড়ী থেকে বের করে দেন। পরে তিনি ২০২১ সালে ১৮ নভেম্বর কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভেড়ামারা আমলী আদালতে মামলা দায়ের করেন।

পরবর্তী সময় মামলা কালীন ২০২৩ সালে ০২ ফেব্রুয়ারীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক মাহমুদা সুলতানা গৃহবধু স্বামী একজন ধার্মিক ও কোরআনের হাফেজ এবং মাওলানা ব্যক্তি হওয়ায় মামলাটি খারিজ করেন।

অনশনে রত্মা খাতুন আরও বলেন আদালত তার পক্ষে কোন স্বাক্ষীর জবানবন্দী না নিয়েই একতরফা মামলাটি খারিজ করেছেন। তার দেনমোহরের প্রাপ্য এবং তার কষ্টে অর্জিত করা কেনা আসবাপত্র ফিরে না দিয়ে আদালত তার বিচারটি সঠিক করেননি বলে তিনি রাস্তায় দাড়িয়ে অনশনের কর্মসূচীর মাধ্যমে বলতে থাকেন।

এ বিষয়ে বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী বলেন মামলাটি তার স্বামীর পক্ষে যাওয়ায় ঐ নারী রবিবার আদালতে অনশন করেছেন।

আরও পড়ুন: