আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩
আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই)-এর স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর আইসিটি বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. মমতাজুল ইসলাম এবং প্রফেসর ড. মোঃ মনজারুল আলম উপস্থিত ছিলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগ হতে অর্ধশতাধিক নতুন সদস্যদের বরণ করা হয়। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আই-ইইই এর নানাবিধ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এসময় বক্তব্য রাখেন আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার মুসতাকিম মুসল্লী পিয়াস, ভাইস চেয়ার (এক্টিভিটি) মোঃ মারুফ হোসেন, ভাইস চেয়ার (টেকনিক্যাল) মোঃ আরমান হোসেনসহ অনেকে।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ।

আরও পড়ুন: