কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

দীর্ঘ এক বছর পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা রোববার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলনে সদর উদ্দীন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ ১ বছর পর রোববার রাতে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চারজন নারী পদ পেয়েছেন। আরও দুজন নারী সদস্য হিসেবে রয়েছেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি:

সভাপতি

  • আলহাজ্ব সদর উদ্দিন খান

সহ-সভাপতি:

  • হাজী রবিউল ইসলাম
  • জাহিদ হোসেন জাফর
  • মিসেস লায়লা আরজুমান বানু
  • শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু
  • চৌধুরী মুরশেদ আলম মধু
  • মো. হাবিবুল্লাহ
  • বেগম নূরজাহান মিনা
  • মতিয়ার রহমান মজনু
  • ডা. আমিনুল হক রতন
  • নাসির উদ্দিন আহম্মেদ
  • অ্যাড. অনুপ কুমার নন্দী

সাধারণ সম্পাদক:

  • মোঃ আসগর আলী

যুগ্ম সাধারণ সম্পাদক:

  • স্বপন কুমার ঘোষ
  • প্রকৌশলী ফারুক উজ জামান
  • শেখ হাসান মেহেদী

আইনবিষয়ক সম্পাদক:

  • এড. হারুন অর রশিদ

কৃষিবিষয়ক সম্পাদক:

  • লিয়াকত আলী

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক:

  • হাজী রাশেদুল ইসলাম বিপ্লব

ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক:

  • মতিয়ার রহমান মতি

দপ্তর সম্পাদক:

  • আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক

ধর্মবিষয়ক সম্পাদক:

  • আলহাজ্ব সেলিনুর রহমান

প্রচার ও প্রকাশনা সম্পাদক:

  • রুহুল আজম

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক:

  • মীর শওকত আলী বকুল

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:

  • মোমিনুর রহমান মোমিজ

মহিলা বিষয়ক সম্পাদক:

  • এড. শিলা বসু

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক:

  • মানিক কুমার ঘোষ

যুব ও ক্রীড়া সম্পাদক:

  • খন্দকার ইকবাল মাহমুদ

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক:

  • এড. নাসরিন সুলতানা সুইটি

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক:

  • আফাজ উদ্দিন আহম্মেদ জিন্নাহ

শ্রম বিষয়ক সম্পাদক:

  • গোলাম মোস্তফা

সংস্কৃতি বিষয়ক সম্পাদক:

  • আমিরুল ইসলাম

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক:

  • ডা. একেএম মুনির

সাংগঠনিক সম্পদক:

  • আমজাদ হোসেন রাজু
  • এড. হাসানুল আসকার হাসু
  • মাযহারুল আলম সুমন

উপ-দপ্তর সম্পাদক:

  • শাহাজ্জুল হোসেন

উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক:

  • আব্দুল লতিফ দীঘা

কোষাধ্যক্ষ:

  • অজয় সুরেখা

সদস্যবৃন্দ:

  • মো. আনোয়ার আলী
  • আফাজ উদ্দিন আহমেদ
  • এড. আসম আখতারুজ্জামান মাসুম
  • আলহাজ্ব আমিরুল ইসলাম
  • তাইজাল আলী খান
  • মিসেস সুলতানা তরুন
  • আব্দুর রউফ
  • এড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্,
  • সেলিম আলতাফ জর্জ
  • বেগম রাশিদা লাইট
  • আব্দুল মান্নান খান
  • রেজাউল হক চৌধুরী
  • রফিকুল আলম চুন্নু
  • এড. শরীফ উদ্দিন রিমন
  • শামসুজ্জামান অরুন
  • রবিউল ইসলাম রবি
  • আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু
  • আলহাজ্ব এড. আব্দুল হালিম
  • শফিউর রহমান মন্টু
  • কামারুল আরেফিন
  • আক্তারুজ্জামান বিশ্বাস
  • আনোয়ারুজ্জামান মজনু
  • আতাউর রহমান আতা
  • বাবুল আক্তার
  • প্রভাষক তারিকুল ইসলাম
  • এড. জিয়াদুল ইসলাম
  • আরিফুল ইসলাম তসর
  • আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা
  • অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা
  • রহিম উদ্দিন খান
  • আব্দুর রউফ পদ্মা
  • হাবিবুল হক পুলক
  • সুফী ফারুক ইবনে আবুবকর
  • আবুহেনা মোস্তফা কামাল মকুল
  • নাসির উদ্দিন মৃধা
  • রেজাউল হক
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment