বিশেষ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা বাজার এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক, সাধারণ সম্পাদক ওলিসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন আলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী বিশ্বাস। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি সদস্য মাহাবুল আলম।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।
আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন, স্বৈরাচার ও দমন-পীড়নের মধ্যেও তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আগামী দিনে তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর সমাজ গড়তে চাই।
