বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌবন সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের এনএস রোডে মৌবন সুইটস এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।
অভিযানকালে মৌবন সুইটস-এ খাদ্যে ব্যবহৃত রং ও ফ্লেভারের ফুড গ্রেড প্রমাণাদি দেখাতে ব্যর্থ হওয়া, কারখানার ভেতরে খোলা সুয়ারেজ ড্রেন থাকা, একই ফ্রিজে তৈরি ও কাঁচা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ, খাবার না ঢেকে রাখা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত মিষ্টিতে পোকা পাওয়া-এই সব কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি অব্যবস্থাপনা সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে কনজ্যুমার রাইটসের কর্মী ও কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
