দৌলতপুরে জাল টাকাসহ দুইজন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জাল টাকাসহ দুইজন আটক  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা রিফায়েতপুর গ্রামে দুইজন ব্যক্তিকে জাল টাকা সহ ধরে পুলিশে দিলেন মুদি দোকানী আসাদুল হক। মুদি দোকানী আসাদুল হক রিফায়েতপুর গ্রামের রমজান আলীর ছেলে। গতকাল সোমবার (১২ জানুয়ারী) রাত অনুমানিক ১০ টার সময় তাদের ধরেন আসাদুল হক।  জাল টাকা সহ ধৃত ব্যক্তিরা হলেন ভেড়ামার উপজেলার কাচারি পাড়া গ্রামের হারুনর রশীদের ছেলে সাজ্জাদ হোসেন সাকিল ও সাকিলের ছেলে নাঈম ইসলাম।  মুদি দোকানী আসাদুল হক বলেন,  তারা দুইজন মোটরসাইকেল যোগে এসে আমার দোকানে সিগারেট কিনে এবং জাল ১ শত টাকার ২ টা নোট দেন।

আমার সন্দেহ হলে দোকানে বসে থাকা সাধারণ মানুষ কে টাকা দেখালে তারা জাল টাকা বলে নিশ্চিত করেন। তখন তারা পালানোর চেষ্টা করলে তাদের এলাকাবাসীর সহযোগিতায় ধরে ফেলি এবং পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের কাছে মোট ২৭ টি ১ শত টাকার নকল নোট পায়। এ সময় তাদের সঠিক বিচার দাবি করেন আসাদুল হক। নাঈম ও সাকিল পাবনা জেলা  থেকে টাকাগুলো নিয়ে এসেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।