সাংবাদিক সবুজের পিতা ইন্তেকাল করেছেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক সবুজের পিতা ইন্তেকাল করেছেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক স্টার নিউজ ও বাংলা ট্রিবিউন পত্রিকার জেলা প্রতিনিধি কুদরতে খোদা সবুজের পিতা বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত স্টেশন মাষ্টার শফিউল্লাহ শেখ শফি (৮৫) ইন্তেকাল করেছেন। বাধ্যকজনিত কারণে গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।