আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বারোয়ারী তলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এক নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাপস কুমার শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিলেন। দীর্ঘদিন দলের মধ্যে বিভেদ থাকলেও এ অনুষ্ঠানের মাধ্যমে দেখা গিয়েছে বিএনপিতে বিরোধ ভুলে নেতাদের ঐক্যের সুর। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কীর্তন, পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমাদের মধ্যেও আর কোন বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করতে হবে। এছাড়া এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা আরও দৃঢ় হয়। তিনি আরো বলেন, আগামী দিনেও আমি আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। ধর্ম বর্ন নির্বিশেষে সকলের সমর্থন নিয়ে একটা সুন্দর সু-শৃংখল সমাজ গড়তে চাই। আর এর জন্য ঐক্যের প্রয়োজন। সকল বিভেদ ভূলে আমরা দলের সকলে ঐক্যবদ্ধ হয়েছি, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কুষ্টিয়াকে একটি আধুনিক জেলা হিসেবে গড়তে চাই।