সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ২নং ওয়ার্ড বিএনপির অফিসে, জিয়ারখি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, কুষ্টিয়া সদর আসন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়ারখি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম আব্দুল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী, ৪নং ওয়াড বিএনপি’র  সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম,  ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম,  এছাড়াও আব্দুল খালেক, আকরাম হোসেন, হিম্মতসহ জিয়ারখি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের প্রধান অতিথি জাকির সরকার বলেন, আমাদের দল বিএনপির  চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা কখনো পুরনো হবার নয়। আমরা মহান সৃষ্টিকর্তার রহমতে এই শোককে শক্তিতে পরিনত করে, আমরা যেন আগামীতে দেশ পরিচালনা করতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে পারি সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে আবুবকর সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আমরা সবাই দোয়া করবো। সেই সাথে  আমাদের জিয়ারখি ইউনিয়নের  কৃতি সন্তান কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের কান্ডারী ইন্জিনিয়ার জাকির হোসেন সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলে একসাথে কুষ্টিয়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রত্যেক ভোটারের কাছে ভোট প্রার্থনা করবো ইনশাআল্লাহ জয় আমাদের ধানের শীষের হবে। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা সামসুল আলম ইলিয়াস।