সীমান্তে অবৈধ অস্ত্র-গুলি ও হেরোইন উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

 সীমান্তে অবৈধ অস্ত্র-গুলি ও হেরোইন উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অবৈধ অস্ত্র-গুলি ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাবের যৌথ বাহিনী। এ সময় রয়েল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কুখ্যাত “ফেন্সি মজিবর”-এর ছেলে বলে জানা গেছে। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড় পর্যবেক্ষণের পর রাজশাহী র‌্যাব-৫, ইন্টেলিজেন্স সদর দপ্তর ও সিপিএসসি-এর সমন্বয়ে বাঘা উপজেলার পানিকামড়া গ্রামের পদ্মা নদীর সীমান্তবর্তী এলাকায় একটি র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক রয়েল দীর্ঘদিন ধরে পদ্মার সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানকালে অভিযুক্তের বসতবাড়ির বেডরুম তল্লাশি করে ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো প্রাথমিকভাবে পুলিশের লুট হওয়া গুলি বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তার বসতবাড়ির রান্নাঘরের খাদ্যসামগ্রী রাখা মিশ্রেপের মধ্যে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, রয়েল একটি সংঘবদ্ধ অপরাধী ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত এবং পদ্মা নদীর সীমান্তবর্তী এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্ত করতে অধিকতর তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।