বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত “ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি” বিষয়ক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাজী মেজবার রহমান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টেকসই করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি কাজী রফিকুর রহমান, পরিচালক মো: রবিউর রহমান ও ফেয়ার’র নির্বাহী প্রধান দেওয়ান আখতারুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি জেলার উদ্যোক্তাদের মাঝে পেশাদারিত্ব, পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণাকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল শেখাতে ভূমিকা রেখেছে। দুই দিনের এই কর্মশালার প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও এসএমই ফাউন্ডেশনের অভিজ্ঞ পরামর্শক তারেক আহমেদ সালাহউদ্দিন খান।
অংশগ্রহণকারীদের ব্যাঙ্কের জন্য উপযোগী প্রকল্প প্রস্তাব তৈরি, বাজেট নির্ধারণ, মার্কেট অ্যানালাইসিস, আর্থিক পূর্বাভাস ইত্যাদি বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, তারা এখন নিজের ব্যবসার জন্য একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে সক্ষম হবেন এবং ব্যাংক ঋণের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন করতে পারবেন।
