দশ দিনের শীতকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়: চালু থাকবে জরুরী সেবা সমূহ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দশ দিনের শীতকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়: চালু থাকবে জরুরী সেবা সমূহ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২৫

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১০ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আজ শনিবার ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ শীতকালীন অবকাশ উপলক্ষে বন্ধ থাকবে। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক হলগুলো ও ডাইনিং খোলা থাকবে। তবে হলগুলোতে শিক্ষার্থী (ছেলেদের) সংখ্যা কম থাকলে পাঁচ হলের শিক্ষার্থীদের জন্য একটি হলের ডাইনিং খোলা রাখা হবে। পাশাপাশি দায়িত্বরত আনসারদের আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ছুটির দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক দিনগুলো থেকে বেশি গুরুত্বসহকারে দেখা হয় এবং সেই অনুযায়ী নেওয়া হয়। আমরা সেইভাবেই ব্যবস্থা নিয়েছি। ছুটির মধ্যে বহিরাগত কেউ যাতে কোনোরকমই প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখা হবে। হলগুলোতে প্রভোস্টদের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।