দৌলতপুরে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সাথে বিজিবির মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সাথে বিজিবির মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঠোটারপাড়া বিওপি এলাকার পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত  সভায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি তাঁর বক্তব্যে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সীমান্ত আইন মেনে চলা এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব।” এসময় তিনি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আইনি জটিলতা, সামাজিক ক্ষতি এবং মাদক চোরাচালানের ভয়াবহ পরিণতি সম্পর্কে উপস্থিত সবাইকে সতর্ক করেন। মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান কীভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করেতা বিস্তারিতভাবে তুলে ধরেন।

রাশেদ কামাল রনি আরও বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সাধারণ জনগণের পারস্পরিক সমন্বয় অপরিহার্য।” তিনি এসব অপরাধ থেকে দূরে থাকতে এবং সমাজে সচেতনতা তৈরিতে স্থানীয়দের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকার ভোটারদের মধ্যে আইন মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ ও সচেতন থাকার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। মতবিনিময় সভা শেষে স্থানীয় জনগণ সীমান্ত নিরাপত্তায় বিজিবির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।