ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৫, ২০২৩
ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, গুজব, নারী ও শিশু পাচার এবং যৌতুক প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা

ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা

ভেড়ামারায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও সমন্বয় সভা

শনিবার সকাল ১০টার সময় ভেড়ামারা মডেল মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, নারী নির্যাতন এবং যৌতুক প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, অফিসার্স ইনচার্জ ভেড়ামারা থানা আকিবুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন।

আরও পড়ুন: