বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত একটি বালিকা বিদ্যালয়ে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা ও পিঠা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া রহিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অত্র এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল কাশেম মৃধা, সঞ্চালনা করেন শফিকুল ইসলাম শাবু। সার্বিক তত্বাবধানে ছিলেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন, এলাকার গন্যমান্য ব্যক্তিগন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু তালেব মন্ডল, হুমায়ুন সর্দার, মান্নান প্রধান, আবু সাঈদ, আলম সর্দার, হবিবর রহমান, মোস্তাফিজুর রহমান ফিরোজ মেম্বর, শমসের মালিথা। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শফিউদ্দিন শফি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, কুষ্টিয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন। কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মোক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সদস্য হৃদয়, সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশরাফুল প্রমূখ।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা আশা করি এ ধরনের পিঠা উৎসবের মাধ্যমে উদ্যোক্তা তৈরী হবে। নারী, পুরুষ কর্মসংস্থানের মাধ্যম পাবে। তারা সফল হোক, সফলতা বয়ে আনুক, আমাদের কুষ্টিয়া এলাকার কালচার ও ঐতিহ্য আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাক। এর মাধ্যমে যে সমস্ত উদ্যোক্তারা পিঠা মেলায় অংশ গ্রহণ করেছেন, তারা তাদের দক্ষতা এবং তাদের কর্মসংস্থানের মাধ্যমে নতুন করে নিজেরা তাদের আয় পদ্ধতির কর্মসূচি হিসেবে পরিনত করতে পারবে। আপনারা জানেন বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অর্ডার পাওয়া যায়। কেউ ভালো কিছু করলে এ ধরনের মেলার মাধ্যমে সুনাম ছড়িয়ে যাবে এবং সে তার একটা আয়ের উৎস খুজে পাবে। প্রতি বছর এ ধরনের উৎসব নিয়মিত করলে সমাজের তরুনরা আয়ের একটা পথ খুজে পাবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী প্রচারনা শুরু হলে আমি আপনাদের কাছে আবারো আসবো।
