ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই: এ্যাড. অপু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই: এ্যাড. অপু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) নির্বাচনী এলাকার কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ধানের শীষ প্রতীকে সমর্থন জানাতে এলাকাবাসীর কাছে ভোট চান।

গণসংযোগে নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “দেশের গণতন্ত্র, ন্যায়-অধিকার ও মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। দেশের এই কঠিন সময়ে সাহসী নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে বিজয়ী করা সময়ের দাবি। আপনাদের এক ভোট আগামী দিনের পরিবর্তনের পথ খুলে দিতে পারে।” তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

আমরা শান্তিপূর্ণভাবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং মানুষের সমর্থন পাচ্ছি। গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।” গণসংযোগে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, রানা, ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, রবিউল ইসলাম, রামিম, রতন, যুব নেতা মোহাম্মদ জনি প্রমুখ। এ্যাড. অপু স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।