বিশেষ প্রতিনিধি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে কুষ্টিয়া নারী শ্রমিকদল। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী নারী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং নারী শ্রমিক দলের জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোখলেসুর রহমান ও সাধারন সম্পাদক মিজানুর রহমান রঞ্জু। শ্রমিক দল কেন্দ্রীয় নারী কমিটির সহ-সভাপতি নার্গিস জাহান, দপ্তর সম্পাদক সিদ্দিকা মহল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ বেগম। এছাড়া বক্তব্য রাখেন, শহর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোবারক হোসেন। জেলা জাসাসের সভাপতি ইমরান রহমান সঞ্জু। এতে সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক দলের মহিলা সম্পাদিকা ফারজানা ববি রুমা, সঞ্চালনা করেন, শারমিন সুলতানা সুরমা ও সুবর্ণা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি তাইজাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিন্টু, সদস্য রফিকুল ইসলাম, পৌর ০৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রোকন, পৌর ০৩ ওয়ার্ড বিএনপি সহ সভাপতি হাফিজুর রহমান ও ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব জনি পলাশ, শ্রমিক দল নেতা আব্দুস সামাদ, ১৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিঠুন আলী প্রমূখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল শেষে জেলা শ্রমিক দল নারী কমিটিতে দুই জনের নাম ঘোষণা করে কমিটি অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়। জেলা শ্রমিক দল নারী কমিটির নবাগত সভাপতি হয়েছেন ফারজানা ববি রুমা ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা সুরমা। এসময় প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা রয়েছে। যে কারণে দেশের উন্নয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নারীদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছেন।
যেকারণে নারীরা বিভিন্ন পেশায় কর্ম করে সাবলম্বী হচ্ছে। তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানে উন্নয়ন হবে। এছাড়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্যাতিত হয়েছেন। তার বিরুদ্ধে একটি মামলা দাড় করিয়ে তাকে জেলে রাখা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। সে সময় আমাদের দাবি ছিলো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া। কিন্তু কোন ভাবেই আমাদের দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। আসলে ক্ষমতা বেশি দিনের নয়, সেটা ফ্যাসিস আওয়ামী লীগ বুঝেছে। আজ তাদের পতন হয়েছে।
দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতিফল হিসেবে আগামী ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে। আমাদের নেত্রী একজন আপোষহীন নেত্রী, আজ তিনি মৃত্যু শয্যায়, চিকিৎসাধীন রয়েছে। আমরা চাই আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আগামী নির্বাচনে তার নেতৃত্বের অপেক্ষায় গোটা দেশের মানুষ। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশনেত্রী অসুস্থ, তার জন্য সকলকে দোয়া করবেন। তিনি বলেন, আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। রাষ্ট্র কাঠামো মেরামতে আগামী নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের বিকল্প নেই।
