বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বধ্যভূমি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইবি থানাধীন বিত্তিপাড়া (বাজার সংলগ্ন) বধ্যভূমিস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বধ্যভূমি রক্ষণা বেক্ষণ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, পরিচালনা করেন কমিটির সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক অধ্যক্ষ শফিকুর রহমান।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম মনি, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আতাহার হোসেন তারা, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়। বিত্তিপাড়া বধ্যভূমি সংরক্ষণ, স্মৃতি রক্ষা ও বধ্যভূমির মর্যাদা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই স্থানটি ছিল এক ভয়াবহ স্থান। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এখানে নিরীহ মানুষকে হত্যা করে মাটিচাপা দিয়েছিল। যুদ্ধ শেষ হলে, বধ্যভূমি হিসেবে এই স্থানটিকে ঘোষণা করা হয়। আমরা মুক্তিযোদ্ধারা দাবি জানাচ্ছি সরকারি ভাবে এখানে রক্ষনা বেক্ষন করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, সময়ের সঙ্গে অনেক স্মৃতি ও তথ্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ-মর্যাদা, বণিক ইতিহাস ও শহীদদের বীরত্বের বিষয়ে তুলে ধরতে হলে বধ্যভূমি সংরক্ষণ, পরিচর্যা প্রয়োজন।
একাধিক বক্তা দাবি করেন, এখানে একটা স্মৃতি ফলক করার পর আর কোন উন্নয়ন হয়নি। শুধু স্মৃতিফলক যথেষ্ট নয়, স্মৃতিচারণ হিসেবে স্থানটিকে মর্যাদা দিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে বিএনপি নেতা শহিদুজ্জামান খোকন বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের বিজয় হলে বধ্যভূমির উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এর আগে বধ্যভূমি স্মৃতিফলকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
