খোকসা উপজেলা কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা উপজেলা কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় খোকসা উপজেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ রাজু, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা (বাজু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ, সাবেক ছাত্রনেতা মুজাফর জামান মিন্টু, শোমসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সবার একটাই প্রার্থনা বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুন।